হোম > ছাপা সংস্করণ

নয় দিনে ৬ হাজার যাত্রীকে জরিমানা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ রোধে টাস্কফোর্সের টানা নয় দিনের অভিযানে ৬ হাজার ৬৫৫ যাত্রীকে জরিমানা করেছে বাংলাদেশ রেলওয়ে পাকশী রেল বিভাগ। এসব যাত্রীর কাছ থেকে রেল কর্তৃপক্ষ জরিমানা আদায় করেছে ১৮ লাখ ৩৫ হাজার ৫৭০ টাকা।

গতকাল সোমবার সকালে পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ রেলওয়ে পাকশী রেল বিভাগ জানায়, বিনা টিকিটের যাত্রী প্রতিরোধকল্পে গত মাসে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয় পাকশী রেল বিভাগে। টাস্কফোর্সের প্রধান করা হয় পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিনকে। অক্টোবরের প্রথম থেকে ৯ তারিখ পর্যন্ত এ অভিযান চলে।

সূত্র জানায়, চলতি মাসের প্রথম সপ্তাহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের রাজশাহীতে যাতায়াত বাড়ায় ট্রেনে বিনা টিকিটের যাত্রীসংখ্যাও বেড়ে যায়। এতে সাধারণ যাত্রী দুর্ভোগ ও বিড়ম্বনা শিকার হন। বিষয়টি টাস্কফোর্স টিমের নজরে আসায় বিনা টিকিটধারী যাত্রীদের বিরুদ্ধে তাঁরা বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নেন।

পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা দপ্তর সূত্রে জানা গেছে, অক্টোবরের প্রথম দিন থেকে শুরু করা হয় টাস্কফোর্সের বিশেষ অভিযান। গুরুত্বপূর্ণ জংশন ও স্টেশনের মধ্যে পাবনার ঈশ্বরদী, কুষ্টিয়ার পোড়াদহ, খুলনা, সান্তাহার ও রাজশাহীতে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিনের সমন্বয়ে নয় দিন টাস্কফোর্সের বিশেষ অভিযান চলে।

এ সময় ৬ হাজার ৬৫৫ যাত্রীর কাছ থেকে জরিমানাসহ ভাড়া বাবদ ১৮ লাখ ৩৫ হাজার ৫৭০ টাকা আদায় করা হয়। অভিযানের সময় প্ল্যাটফর্মের প্রবেশ মুখ ও স্টেশন থেকে বের হওয়ার পথে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশ মোতায়েন ও নজরদারি জোরদার করা হয়।

টাস্কফোর্সের প্রধান পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, যাত্রীসেবা ও রেলে আয় বাড়ানো এ অভিযানের মূল লক্ষ্য। পাকশী বিভাগে বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে টাস্কফোর্সের এমন অভিযান অব্যাহত থাকবে। এ জন্য তিনি সবার সহযোগিতায় কামনা করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ