ভিন্ন রকম স্বাদ ও গন্ধের জন্য রান্নায় কালিজিরার ব্যবহার করা হয় সেই প্রাচীনকাল থেকে। আচার তৈরিতে কিংবা পাঁচফোড়নে কালিজিরা গুরুত্বপূর্ণ মসলা। আবার রসুন-মরিচের সঙ্গে বা আলাদা এর ভর্তাটিও দারুণ সুস্বাদু। শুধু রান্নাতেই নয়, কালিজিরার রয়েছে অনেক ঔষধি গুণ। খাবারে কিংবা বাহ্যিক ব্যবহার—দুটোতেই অত্যন্ত উপকারী কালিজিরা।