হোম > ছাপা সংস্করণ

মেয়ের মুখ দেখালেন প্রিয়াঙ্কা চোপড়া

মেয়েকে নিয়ে খুবই সাবধানী প্রিয়াঙ্কা চোপড়া। গত বছরের জানুয়ারিতে মেয়ে মালতীর জন্মের পর থেকে যখনই ছবি দিয়েছেন প্রিয়াঙ্কা, ঢেকে রেখেছিলেন মেয়ের মুখ। পাপারাজ্জিরা হাজার চেষ্টা করেও মালতীর চেহারা প্রকাশ্যে আনতে পারেনি। প্রিয়াঙ্কা আগেই জানিয়ে দিয়েছিলেন, মালতী একটু বড় হলে তবেই সবাইকে দেখাবেন তার মুখ। কথা রাখলেন প্রিয়াঙ্কা। মেয়েকে নিয়ে আর রাখঢাক নয়।

হলিউডের ‘ওয়াক অব ফেম’ স্বীকৃতি পেলেন প্রিয়াঙ্কার জীবনসঙ্গী সংগীততারকা নিক জোনাস। অনুষ্ঠানে উপস্থিত ছিল জোনাস পরিবার। মঞ্চে পুরস্কার নিচ্ছেন বাবা নিক আর দর্শক সারিতে মা প্রিয়াঙ্কার কোলে বসে ক্যামেরাবন্দী হলো মালতী। মিষ্টি ফুটফুটে মালতীর হাসিমুখের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছোট্ট মালতীকে দেখামাত্র সবাই একবাক্যে স্বীকার করছেন, একেবারে বাবার মতো দেখতে হয়েছে মেয়ে।

২০২২ সালে সারোগেসির মাধ্যমেই জন্ম হয় প্রিয়াঙ্কা ও নিক জোনাসের মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসের। প্রিয়াঙ্কা হঠাৎ সারোগেসির মাধ্যমে কেন মা হলেন, তা নিয়ে হইচই পড়ে গিয়েছিল। কিছুদিন আগে সারোগেসি নিয়ে মুখ খুলেছিলেন প্রিয়াঙ্কা। জানিয়েছিলেন, কোন পরিস্থিতিতে তিনি সারোগেসির সাহায্য নিতে বাধ্য হয়েছেন।

এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘সারোগেসির পর আমাকে অনেক কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে; কিন্তু সে সময় আমি নীরব থাকাটাই উচিত মনে করেছিলাম। আমার অনেক রকমের শারীরিক সমস্যা ছিল। মা হওয়ার জন্য সারোগেসি আবশ্যিক হয়ে দাঁড়িয়েছিল। আমি ভাগ্যবতী যে আমার ক্ষমতা আছে এমন সিদ্ধান্ত নেওয়ার। যিনি এ প্রক্রিয়ায় আমাকে সাহায্য করেছেন তাঁর কাছে আমি কৃতজ্ঞ।’ 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ