দেশের বিভিন্ন জায়গায় গুজব রটিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পূজামণ্ডপ, মন্দির ও ঘরবাড়িতে হামলা-ভাঙচুর এবং রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির প্রতিবাদে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার দুপুরে শহরের ডিসি গেট মোড়ে জেলা এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবু হোসেন, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব দে লব, শহর জাসদের সভাপতি মো. আসাদুজ্জামান লায়ন, শ্রমিক জোট নেতা মো. জুলহাস উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় গুজব রটিয়ে হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে হামলা করা হচ্ছে। এসবের মাধ্যমে সারা দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করে রাজনৈতিক ফায়দা হাসিলের পাঁয়তারা করছে একটি চক্র। ওই চক্রের বিরুদ্ধে দ্রুত আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানান বক্তারা।