হোম > ছাপা সংস্করণ

চৌকিদার হত্যায় দুই আসামির যাবজ্জীবন

খুলনা প্রতিনিধি

পাইকগাছা উপজেলার কাটিপাড়া বাজারে দুর্বৃত্তের ছোড়া গুলিতে নিহত গ্রাম্য চৌকিদার আব্দুল জলিল হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের দুজনকে ৫ লাখ টাকা করে ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন। আসামিরা পলাতক রয়েছেন। সাজপ্রাপ্ত আসামিরা হলেন, সাতক্ষীরা জেলার তালা উপজেলার রেজওয়ান গোলদারের ছেলে শহিদুল গোলদার ও পাইকগাছা উপজেলার শ্রীকন্ঠপুর গ্রামের সুলতান শেখের ছেলে আনোয়ারুল শেখ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আহাদুজ্জামান মামলার বরাত দিয়ে জানান, ২০০৪ সালে পাইকগাছা থানা-পুলিশ কাটিপাড়া বাজারে তল্লাশি বসায়। এ সময়ে ৩ ব্যক্তি মোটর সাইকেলযোগে যাওয়ার সময় পুলিশ তাদের গতি রোধ করে। তখন এক পুলিশ সদস্য তাদের কাছে গেলে শহিদুল পিস্তল বের করে পুলিশের গলায় ঠেকিয়ে ধরে।

চৌকিদার জলিল তাদের কাছে গেলে শহিদুল তাকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই জলিলের মৃত্যু হয়। এ ঘটনায় পাইকগাছা থানার এসআই মো. আবু দাউদ শিকদার বাদী হয়ে শহিদুল গোলদার, রাশেদ গোলদার ও আনোয়ারকে আসামি করে মামলা করে। আসামি রাশেদ পরে বন্দুকযুদ্ধে মারা যান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ