হোম > ছাপা সংস্করণ

এক সিনেমায় তিন প্রজন্ম

বলিউডের তিন প্রজন্মের তিন নায়িকা টাবু, কারিনা ও কৃতি শ্যানন। তিন নায়িকাই উপহার দিয়েছেন সুপারহিট সিনেমা। এবার এ তিনজনকে দেখা যাবে একই সিনেমায়। অনিলকন্যা রিয়া কাপুর পরিচালিত ‘দ্য ক্রু’-তে একসঙ্গে অভিনয় করবেন টাবু, কারিনা ও কৃতি শ্যানন। তিনজনই অভিনয় করেছেন বিমানসেবিকার ভূমিকায়।

বর্তমানে এয়ারলাইনস ইন্ডাস্ট্রির দুরবস্থাকেই তুলে ধরা হবে ‘দ্য ক্রু’ সিনেমায়। রিয়া বলেন, ‘টাবু ও কারিনাকে এক সিনেমায় পাওয়া স্বপ্নের মতো। আর কৃতি ভীষণ সৎ একজন মানুষ। সিনেমায় চরিত্রটার জন্য ওর মতো কাউকেই খুঁজছিলাম। আমি ভীষণ এক্সাইটেড, খানিকটা ধুকধুকানিও হচ্ছে। সিনেমাটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।’

রিয়া কাপুর সর্বশেষ পরিচালনা করেছেন ‘ভিরে দি ওয়েডিং’। এ সিনেমার মতো ‘দ্য ক্রু’ সিনেমার প্রযোজনাও যৌথভাবে করছেন একতা কাপুর ও রিয়া কাপুর।

রিয়া জানিয়েছেন, এ সিনেমা ‘ভিরে দি ওয়েডিং’-এর চেয়ে সম্পূর্ণ আলাদা। রিয়ার অভিষেক সিনেমাটিতে কারিনা ছাড়াও ছিলেন সোনম কাপুর, স্বরা ভাস্কর ও শিখা তালসানিয়া। যদিও এ সিনেমায় কারিনা ছাড়া পুরোনোদের কেউ-ই নেই। আগামী বছর ফেব্রুয়ারিতে শুরু হতে পারে ‘দ্য ক্রু’-এর শুটিং। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ