বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২১ উপলক্ষে প্রতিবন্ধী সমাবেশ করা হয়েছে। এ সময় তাঁদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের প্রতিবন্ধী সংক্রান্ত স্থায়ী কমিটির আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় এ সমাবেশ হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রতিবন্ধী সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মো. ইউনুস আলী শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সবুর আলী।
বেতাগা ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহযোগী ও সহকারী শিক্ষক মো. নাজমুল হুদার সঞ্চালনায় সমাবেশ ইউনিয়ন পরিষদের প্রতিবন্ধী সংক্রান্ত স্থায়ী কমিটির সকল সদস্য, ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, প্রতিবন্ধী ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নতুন তালিকাভুক্ত প্রতিবন্ধীদের মধ্যে প্রতিবন্ধী কার্ড বিতরণ করা হয় এবং সকল প্রতিবন্ধী সদস্যদের শীতবস্ত্র বিতরণ করা হয়।