বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দেশি ও বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিকের ব্যবধানটা ছিল বিস্তর। এবার ব্যবধান যতটা সম্ভব কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেটি বাস্তবায়ন হতে যাচ্ছে। এবারের টুর্নামেন্টে দেশের ক্রিকেটাররা পাবেন সর্বোচ্চ ৭০ লাখ টাকা। সর্বনিম্ন পারিশ্রমিক ৫ লাখ টাকা।
‘এ’ প্লাস শ্রেণিতে গত আসরে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পারিশ্রমিক থাকলেও এবার বাড়ানো হয়েছে ২০ লাখ টাকা। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে টুর্নামেন্টের ছয় ফ্র্যাঞ্চাইজি—রুপা ও মার্ন গ্রুপ ঢাকা, প্রগতি গ্রুপ সিলেট, মাইন্ড ট্রি খুলনা, ফরচুন গ্রুপ বরিশাল, আখতার গ্রুপ চট্টগ্রাম ও লোটাস গ্রুপের কুমিল্লা। আগেই সরে দাঁড়িয়েছে বেক্সিমকো গ্রুপের ঢাকা ডায়নামাইটস, বসুন্ধরা গ্রুপের রংপুর রাইডার্স। থাকছে না গতবারের চ্যাম্পিয়ন রাজশাহীর ফ্র্যাঞ্চাইজিও।