মনিরামপুর প্রতিনিধি
মনিরামপুরে দ্বিতীয় দিনের মতো করোনার টিকা নিয়েছে এইচএসসি পরীক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার উপজেলার ৬টি মহাবিদ্যালয়ের ১ হাজার ৬৫ জন শিক্ষার্থী উপজেলা পরিষদের সভাকক্ষে ফাইজারের টিকা নেয়।
এদিকে মঙ্গলবার মনিরামপুরে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান কার্যক্রম পরিদর্শন করেছেন যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ, সিভিল সার্জন দপ্তরের চিকিৎসক রেহেনেওয়াজ, মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দিবাকর মণ্ডল, মনিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার।