যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষা সংক্রান্ত সর্বোচ্চ কর্তৃপক্ষ একাডেমিক কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন সহকারী অধ্যাপক ড. মঞ্জুরুল হক ও তরুণ সেন।
ড. মঞ্জুরুল হক যবিপ্রবির ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের সহযোগী অধ্যাপক ও তরুণ সেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্বরত আছেন। তাঁদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষকদের সংগঠন ‘নীল দল’ থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল।
গতকাল মঙ্গলবার দুপুরে যবিপ্রবির একাডেমিক কাউন্সিলের সদস্য নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশন তাঁদের নিজয়ী ঘোষণা করে।