লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত বৃহস্পতিবার। শেষ দিনে ৬ ইউপিতে আওয়ামী লীগ ৬ প্রার্থীসহ ২৩ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর মধ্যে বড়হাতিয়ায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত বিজয় কুমার বড়ুয়া একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই–বাছাই শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ হলে তিনি বিনা ভোটে নির্বাচিত হবেন।