ক্রিকেটে মোহাম্মদ আশরাফুলের আবির্ভাব ব্যাটার হিসেবেই। বাংলাদেশকে কত দুর্দান্ত মুহূর্ত উপহার দিয়েছে আশরাফুলের ব্যাট। নিভতে থাকা ক্যারিয়ারের শেষ দিকে এসে সেই আশরাফুল এবার আলোচনায় এলেন বোলিংয়ে দারুণ কীর্তি গড়ে। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় পর্বের প্রথম দিনে গতকাল রোববার বরিশালের হয়ে চট্টগ্রামের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন আশরাফুল।
শুধু আশরাফুল নন, গতকাল এনসিএলে হ্যাটট্রিক এসেছে আরও একটি। রাজশাহীর বিপক্ষে সেটি করেছেন ঢাকা মহানগরের মোহাম্মদ শরীফউল্লাহ।
আশরাফুলের হ্যাটট্রিকে ঘরের মাঠে চূর্ণবিচূর্ণ চট্টগ্রাম থেমেছে ৮৭ রানে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো করতে পারেনি বরিশালও। দুই স্পিনার হাসান মুরাদ ও নাঈম হাসানের দুর্দান্ত বোলিংয়ে ১৪৬ রানেই গুঁড়িয়ে যায় বরিশাল। দলের হয়ে সর্বোচ্চ রান আসে রাফসান আল মাহমুদের ব্যাট থেকে ৬০। ব্যাটিংয়ে মাত্র ৪ রান করার ব্যর্থতা আশরাফুল পুষিয়ে দেন বোলিংয়ে এসে।
আশরাফুল ও মনির হোসেনের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি চট্টগ্রামের ব্যাটাররা। ইলিয়াস সানির পর দ্বিতীয় বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে দুটি হ্যাটট্রিক করার পথে আশরাফুল আজ লেগ স্পিনে ফিরিয়েছেন সাদিকুর রহমান, মাহমুদুল হাসান ও ইয়াসির আলীকে। এর আগে তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে হ্যাটট্রিক করেছিলেন ২০১২-১৩ মৌসুমের বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল)।