ভারতের উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌতে গতকাল হাজার হাজার কৃষক মিছিল করেছেন। ‘ন্যূনতম সহায়ক মূল্য’ শুধুমাত্র চাল ও গমের মধ্যে সীমাবদ্ধ না রেখে সব পণ্যের জন্য করার দাবি জানিয়েছেন তাঁরা। সেচের জন্য ফ্রি বিদ্যুৎসেবা বাতিলের জন্য করা নতুন বিদ্যুৎ বিলের খসড়া বাতিলেরও দাবি জানিয়েছেন কৃষকেরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার গত বছরের সেপ্টেম্বরে তড়িঘড়ি করে তিনটি কৃষি আইন পাস করে। আইনগুলোর বিরোধিতা করে ২৭ নভেম্বর থেকে দিল্লি প্রবেশের কয়েকটি মুখে অবস্থান নিতে শুরু করেন পাঞ্জাব, উত্তর প্রদেশ ও হরিয়ানাসহ নানা রাজ্যের কৃষকেরা।
প্রায় এক বছর আন্দোলনের পর গত শুক্রবার আইনগুলো বাতিলের ঘোষণা দেন মোদি, যা তাঁর সাত বছরের শাসনে সবচেয়ে বড় পরাজয়।