আইএফআইসি ব্যাংকের সঙ্গে বিকাশের সমন্বিত লেনদেন সেবা চালু হয়েছে। ফলে ব্যাংকটির ১০ লাখেরও বেশি গ্রাহক এখন নিজের বিকাশ অ্যাকাউন্টে সরাসরি টাকা আনতে পারবেন এবং বিকাশ থেকে আইএফআইসি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারবেন। এতে গ্রাহকদের আর্থিক লেনদেন হবে আরও সহজ, ঝামেলাহীন এবং সময় ও খরচ সাশ্রয়ী।
গত সোমবার আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য এ. আর. এম. নাজমুস সাকিব ভার্চুয়াল এক অনুষ্ঠানে এই যৌথ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।