হোম > ছাপা সংস্করণ

ফসলি জমিতে পুকুর কাটায় জলাবদ্ধতা

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে ফসলি জমিতে পুকুর কাটায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। তলিয়ে গেছে কয়েক বিঘা জমির ধান। কৃষকদের অভিযোগ, এর আগে এমন জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। সম্প্রতি পুকুর কাটায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। বিষয়টি লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী চাষি সুনিল কুমার হালদার বলেন, ‘এ মাঠে সাড়ে চার বিঘা জমি আছে। যার পুরোটাই ধান। আর ধান থেকে হয় আমার সারা বছরের খোরাক। কোনো বছরই এভাবে ধান পানিতে তলায় না।’ তিনি বলেন, ‘জমির সামনে পুকুর কাটায় পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে। এ কারণে এ মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পুকুর কাটার সময় বাধা দেওয়া হয়েছিল। এ ছাড়া বিষয়টি নিয়ে নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও করা হয়।’

আরেক চাষি জাহিদ হোসেন বলেন, ‘পাশাপাশি দুটি মাঠ রয়েছে। পাশের মাঠের জমির পানি এ মাঠ দিয়ে বের হয়। আর এ মাঠের মধ্যে সম্প্রতি পুকুরটি হওয়ায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আগে পানি আটকাতো। তবে তা দ্রুত চলে যেত।’ তিনি আরও বলেন, ‘এ এলাকার যত পানি সব বের হয় এ মাঠ দিয়ে। যা এখন বন্ধ হয়ে গেছে।’

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মহাসিন আলী বলেন, ‘বিষয়টি আমি জানি। এ ব্যাপারে আপনার সঙ্গে পরে কথা বলছি।’

ইউএনও মো. দেলোয়ার হোসেন বলেন, ‘আমার সময় ওই অভিযোগ করা হয়নি। আমি এসে পুকুর দেখেছি। আর পুকুর পাড়ে ড্রাগন চাষ হচ্ছে। দেখি, খোঁজ-খবর নিয়ে কী করা যায়।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ