বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল পালিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় এ মিছিল করেন সাবেক ছাত্রদল সভাপতি ও জেলা বিএনপির সদস্য মাশুকুল ইসলাম রাজিব।
বিকেল থেকেই মিশনপাড়া এলাকায় জড়ো হতে থাকেন বিএনপির নেতা–কর্মীরা। জেলা বিএনপির পাশাপাশি বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও এতে উপস্থিত হন। পরে শহরে দলের পক্ষে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল বের করে নেতা–কর্মীরা। দীর্ঘদিন পরে বিএনপির দলীয় মিছিলে শহরে চাঞ্চল্য তৈরি হয়।
এ সময় রাজিব বলেন, ‘আমরা নির্বাচন নিয়ে নয়, বেগম জিয়ার চিকিৎসা নিয়ে চিন্তিত। বেগম জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত সুচিকিৎসার ব্যবস্থা করা আমাদের দাবি।’