হোম > ছাপা সংস্করণ

২৩ প্রার্থীকে জরিমানা ৯৪টি দেশি অস্ত্র উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২৩ প্রার্থীকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৬ ইউনিয়ন থেকে ৩১ টেঁটাসহ ৯৪টি দেশীয় পরিত্যক্ত অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

গত বুধবার সকাল থেকে রাত পর্যন্ত তিন উপজেলা বিভিন্ন ইউনিয়নে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পৃথকভাবে এই অভিযান চালান। আগামী রোববার তৃতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, নবীনগর ও সরাইলের ৩৩টির মধ্যে ৩২টি ইউপিতে নির্বাচন হবে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে রাত পর্যন্ত বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়নে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাশীষ চাকমা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে ৫ জন প্রার্থীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিন সারোয়ার সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরাইল থানা-পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় হর্ন ব্যবহার করে যান চালানো, বড় ব্যানার ব্যবহার, দেয়ালে পোস্টার লাগানো, প্রার্থীর ছবিসংবলিত টি-শার্ট তৈরিসহ বিভিন্ন অভিযোগে চেয়ারম্যান প্রার্থীসহ বিভিন্ন ওয়ার্ডে ১১ জন প্রার্থীকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অপর দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল বাকি নবীনগর উপজেলার শ্রীরামপুর ও লাউর ফতেহপুর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্যসহ ৮ জন প্রার্থীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখা থেকে বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালায় পুলিশ। এ সময় উপজেলার চুন্টা ইউপি থেকে ১৯টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে রয়েছে একটি রামদা, ৬টি পল, ২টি দা, ৬টি চল, ২টি খুনতি ও ২টি ছুরি। নবীনগরের শ্যামগ্রাম, ছলিমগঞ্জ ও বড়িকান্দি ইউনিয়ন থেকে ৩১টি পরিত্যক্ত টেঁটা উদ্ধার করা হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ