আমাদের লোকজ সংস্কৃতির ঐতিহ্য লাঠিখেলা। কালের বিবর্তনে ক্রমেই বিলুপ্তির পথে এই খেলা। হারিয়ে যাচ্ছে লাঠিয়ালদের গল্প। এবার লাঠিখেলা নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। ‘পুলসিরাত’ নামের সিনেমাটি বানাবেন রাখাল সবুজ। এটি নির্মাতার প্রথম সিনেমা।
পুলসিরাতের গল্পে উঠে আসবে লাঠিয়ালদের সংগ্রামী জীবনের কাহিনি। জানা গেছে, আগামী ২৫ জানুয়ারি থেকে শুরু হবে শুটিং।পুলসিরাত সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আনন জামান। অভিনয় করবেন একঝাঁক তারকা অভিনয়শিল্পী। আছেন শবনম বুবলী, জিয়াউল রোশান, শহীদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খান, ইরেশ যাকের প্রমুখ। পুলসিরাত প্রযোজনা করছেন মীর জাহিদ হাসান।
নতুন সিনেমায় যুক্ত হয়ে বুবলী বলেন, ‘কয়েক দিন আগে পুলসিরাতে চুক্তিবদ্ধ হয়েছি। ভালো গল্পের একটি সিনেমা। এই সিনেমার পরিচালকসহ পুরো টিম থিয়েটার ব্যাকগ্রাউন্ডের। বিষয়টি খুব দারুণ লেগেছে আমার কাছে। কারণ থিয়েটারের মানুষেরা যখন সিনেমা নিয়ে কাজ করেন, তখন সবকিছুর পরিকল্পনা অন্য রকম হয়। এটা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক। এখানে অনেক শক্তিমান অভিনয়শিল্পী অভিনয় করবেন। শিগগির এই সিনেমার প্রস্তুতি শুরু করব।’
কাজের পাশাপাশি সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত বিষয় নিয়েও আলোচনার কেন্দ্রে বুবলী। তবে আলোচনা-সমালোচনাকে প্রাধান্য না দিয়ে কাজে মনোযোগী তিনি। অভিনয় দিয়েই দিতে চান সব সমালোচনার জবাব।