হোম > ছাপা সংস্করণ

কৃষককে কুপিয়ে হত্যা, আটক ৪

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

বড়লেখায় হেলাল উদ্দিন (৫৫) নামে এক কৃষককে দা দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত চারজনকে আটক করেছে পুলিশ। গত বুধবার বিকেলে উপজেলার খুঁটাউরা গ্রামে এই ঘটনা ঘটে। এদিন তাঁদের আটক করা হয়।

হেলাল তালিমপুর ইউপির খুঁটাউরা গ্রামের ছখাওত আলীর ছেলে ও সাবেক ইউপি সদস্য বেলাল আহমদের ভাই। আটকেরা হলেন, খুটাউরা গ্রামের হিফজুর রহমান, নাজিম উদ্দিন, সফর উদ্দিন ও সাদিকুর রহমান।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তালিমপুর ইউপির খুটাউরা গ্রামের সাবেক ইউপি সদস্য বেলাল আহমদের ছেলে নয়ন আহমদ নৌশাদ বাড়ির পাশের রাস্তায় মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। একই সময় এলাকার আরজান আলী কটাইর ছেলে সাদিকুর রহমান ও সফর উদ্দিন দ্রুতবেগে মোটরসাইকেল নিয়ে নৌশাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।

এ সময় নৌশাদ প্রতিবাদ করলে তাঁরা তাঁকে মারধর করেন। খবর পেয়ে নৌশাদের চাচা হেলাল উদ্দিন খেত থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা তাঁকে দা দিয়ে কুপিয়ে আহত করেন। পরে পরিবার ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার জেরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে আটক গ্রেপ্তার করে। আটকদের মধ্যে দুজনকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ