আর কয়েক দিন বাদেই মহান বিজয় দিবস। বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তী। বিজয়ের এই বিশেষ উদ্যাপনকে সুন্দর করতে দেশীদশের সব আউটলেট ও অনলাইনে চলছে পোশাকের ভিন্ন মাত্রার আয়োজন। বিজয় উল্লাস, জ্যামিতিকসহ বিভিন্ন থিমের পোশাক পাওয়া যাচ্ছে দেশীদশে। দেশের অন্যতম দশটি ফ্যাশন হাউস নিপুণ, কে-ক্র্যাফট, অঞ্জন’স, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, বিবিয়ানা, দেশাল, নগরদোলা ও সৃষ্টির সমন্বিত উদ্যোগ দেশীদশ।
দেশীয় ফ্যাশনশিল্প যাদের কাজের মূল ভিত্তি। দেশীদশের আউটলেটে রয়েছে সব এক্সক্লুসিভ ফ্যাশন পণ্য। পোশাক, বিভিন্ন ফ্যাশন অনুষঙ্গ, গয়না, হোমটেক্সটাইল, উপহারসামগ্রী ইত্যাদি পাওয়া যাচ্ছে বিজয়ের নতুন আয়োজনে, ডিজাইনের নতুন উপস্থাপনায়।
কেবল বড়দের নয়, প্রতিটি উপলক্ষে ছোটদের পোশাককে সমান গুরুত্ব দিয়ে থাকে বলে শিশুদের সংগ্রহও হয়েছে আকর্ষণীয়। রয়েছে পরিবারের সবার জন্য একই ধরনের ম্যাচিং পোশাক। বাবা-মা, মা-মেয়ে, বাবা-ছেলে এমনকি পরিবারের সবাই একই থিমের পোশাকে উদ্যাপন করতে পারবেন এবারের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীর উৎসব।
পোশাকের নকশা ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে স্ক্রিনপ্রিন্ট, ব্লকপ্রিন্ট, এমব্রয়ডারি, হাতের কাজ, ড্রাই ইত্যাদি।