নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গভীর রাতে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উত্তরা মডেল টাউন ও বিমানবন্দর স্টেশন এলাকায় ফুটপাতে ঘুমিয়ে থাকা শীতার্তদের মধ্যে এই কম্বল ও অর্থ বিতরণ করেন তিনি।
এ সময় মেয়রের সঙ্গে থাকা এক ব্যক্তি ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন’-এর পেজে বিষয়টি লাইভ প্রচার করেন। তাতে দেখা গেছে, শতাধিক ছিন্নমূল মানুষের মধ্যে মেয়র কম্বল বিতরণ করেন।