সুনামগঞ্জ ও মৌলভীবাজারে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে গতকাল মঙ্গলবার। ‘তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার, তথ্য আমার অধিকার, জানতে হবে সবার’ এই প্রতিপাদ্যে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে আলোচনাসভা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মৌলভীবাজার প্রতিনিধি: আলোচনাসভা ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাই স্কুলের শিক্ষার্থীরা।
জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা হয়। জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া সুলতানা। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ প্রতিনিধি: এ দিবসে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনলাইনে এক আলোচনা সভা হয়। এতে জেলা পর্যায়ের সকল দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও জেলার সবকটি উপজেলা প্রশাসনের উদ্যোগে এ তথ্য অধিকার দিবস পালিত হয়।
এদিন জামালগঞ্জ, দোয়ারাবাজার, শান্তিগঞ্জ ও ধর্মপাশা উপজেলায় সভার আয়োজন করা হয়। এদিকে ধর্মপাশা উপজেলায় মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা।