গতকাল অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে মিরসরাই ও সীতাকুণ্ডে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত সাত প্রার্থী নির্বাচিত হয়েছেন। এঁরা হলেন, ৬ নম্বর ইছাখালীতে মো. মোস্তাফা, খইয়াছড়ায় মাহফুজুল হক জুনু ও রসরাই সদরে শামসুল আলম দিদার।
এদিকে সীতাকুণ্ডের বারৈয়াঢালায় রেহান উদ্দিন রেহান, বাড়বকুণ্ডে ছাদাকাত উল্লাহ মিয়াজী, বাঁশবাড়িয়ায় শত্তকত আলী জাহাঙ্গীর ও সলিমপুরে সালাউদ্দিন আজিজ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এর আগে চট্টগ্রামের সীতাকুণ্ড, ফটিকছড়ি, মিরসরাইয়ের কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আওয়ামী লীগের ১৯ জন বিনা ভোটে নির্বাচিত হন। তবে কক্সবাজারে কেউ বিনা ভোটে নির্বাচিত হননি।
এর মধ্যে সীতাকুণ্ডের পাঁচ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা ভোটে নির্বাচিত হন। তবে বাকি চার ইউপিতে (বারৈয়ারঢালা, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া ও সলিমপুর) চেয়ারম্যান পদে নির্বাচনসহ ৯ ইউপিতে সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে গতকাল নির্বাচন হয়।
গতকাল রাত ৯ টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামরুল হাসান বলেন, বারৈয়াঢালা ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রেহান উদ্দিন রেহান পেয়েছেন ১২ হাজার ৫৬৫ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী আবু জাফর পেয়েছেন ২ হাজার ১৫৩ ভোট। বাড়বকুণ্ডে আওয়ামী লীগের প্রার্থী ছাদাকাত উল্লাহ মিয়াজী পেয়েছেন ৯ হাজার ৭৭২ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী জাপা প্রার্থী পেয়েছেন ৬ হাজার ৮৬৪ ভোট।
কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের টিপু সুলতান, ভারুয়াখালী আওয়ামী লীগের কামাল উদ্দিন, চৌফলদণ্ডীতে আওয়ামী লীগের মুজিবুর রহমান ও পিএমখালীতে স্বতন্ত্র মোহাম্মদ আবদুল্লাহ জয়ী হয়েছেন।