গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি গাজী বুলবুল আলমের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহসভাপতি নাদের আলী মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. কামাল হোসেন শেখ প্রমুখ
আমিনুজ্জামান খান মিলন. সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, জেলা পরিষদ সদস্য মাজাহারুল আলম পান্না, স্বেচ্ছাসেবক লীগ নেতা গাজী খসরু প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, গাজী বুলবুল দলের একজন সৎ, যোগ্য ও ত্যাগী নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে।