হোম > ছাপা সংস্করণ

নতুন চার দলের প্রতি বিশেষ নজর ইসির

মো. হুমায়ূন কবীর, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধনপ্রত্যাশী ১২টি নতুন রাজনৈতিক দল প্রাথমিক বাছাইয়ে টিকেছে। এগুলোর মধ্যে নতুন চারটি দলের প্রতি বিশেষ নজর দিচ্ছে ইসি। সেগুলো হলো আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)।

ইসির সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, মাঠপর্যায়ের কর্মকর্তাদের দিয়ে নিবন্ধনপ্রত্যাশী দলগুলোর খোঁজ নিয়েছে ইসি। মাঠ কর্মকর্তাদের প্রতিবেদন পাঠানোর পর কমিটি করে চারটি দল সম্পর্কে আরও খোঁজ নেয় কমিশন। ঈদুল আজহার আগে-পরে এই চার দলের জন্য করা কমিটি দলগুলোর কেন্দ্রীয়, জেলা, উপজেলা অফিসের খোঁজ নেয়। আজ (রোববার) মাঠপর্যায়সহ চার দলের জন্য করা কমিটির প্রতিবেদন কমিশন সভায় উপস্থাপন করা হবে। সভায় সিদ্ধান্ত হবে কোনো দল নিবন্ধন পাবে কি না।

নতুন দলের নিবন্ধনের বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়টি গুছিয়ে আনা হয়েছে। অধিকতর তদন্তের জন্য কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রতিবেদন কমিশনে উপস্থাপন করা হবে। কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এবার নির্ধারিত সময়ের মধ্যে ইসির নিবন্ধন পেতে ৯৩টি দল আবেদন করে। সেগুলোর মধ্যে ৭৭টি দলের আবেদন প্রাথমিকভাবে যাচাই-বাছাইয়ের তালিকায় রাখা হয়। পরবর্তী সময়ে বাছাইয়ের প্রাথমিক পর্যায়ে কাগজপত্র পুরোপুরি না থাকায় দলগুলোকে চিঠি দিয়ে ১৫ দিনের মধ্যে সেসব জমা দিতে বলা হয়। ইসির দেওয়া ওই সময়ের মধ্যে ১৯টি দল কাগজপত্র দিতে পারেনি। আর দুটি দলের ঠিকানা ঠিক না থাকায় ইসির কাছে চিঠি ফেরত আসে। আর ১০টি দল আরও সময় চাইলেও তা দেয়নি ইসি। এই পর্যায়ে সব মিলিয়ে ৩১টি আবেদন বাতিল হয়। বাকি ৪৬টি দলের আবেদন যাচাই-বাছাই করে আরও ৩৪টি দলের আবেদন বাতিল করা হয়। ফলে ইসির প্রাথমিক যাচাই-বাছাইয়ে টিকে রয়েছে ১২টি দল।

ইসির প্রাথমিক বাছাইয়ে টিকে যাওয়া ১২টি দল হলো এবি পার্টি, নাগরিক ঐক্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ সনাতন পার্টি, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, বাংলাদেশ পিপলস পার্টি, ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ