সিরাজগঞ্জের তাড়াশে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি খলিলুর রহমান খলিলকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ এর একটি দল। গতকাল সোমবার সকালে সিরাজগঞ্জ সদরে অভিযান চালিয়ে র্যাব খলিলকে গ্রেপ্তার করে। তিনি নাটোরের সিংড়া উপজেলার বিয়াস এলাকার বাসিন্দা।
সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, চলতি বছরের ৮ নভেম্বর দোকান থেকে সাবান কিনে বাসায় ফিরছিল ভুক্তভোগী শিশুটি (১৩)। কৌশলে শিশুটিকে ফাঁকা বাড়িতে নিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত খলিলুর রহমান। ১১ নভেম্বর শিশুটির বাবা বাদী হয়ে তাড়াশ থানায় একটি মামলা করেন। মামলার পর থেকেই পলাতক ছিলেন খলিল। সোমবার জেলা সদর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক বলেন, গ্রেপ্তার খলিলুর রহমান খলিলকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।