একদিনের সফরে চাঁদপুরের মতলবে আসছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। আগামীকাল শুক্রবার মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় সফর করার কথা রয়েছে তাঁর। প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আব্দুল আজিজের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সড়ক পথে ঢাকা থেকে মতলবের উদ্দেশ্যে রওনা হবেন। সকাল ১০টার দিকে মতলব দক্ষিণ উপজেলা পরিষদ ভবনের আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দুপুর সাড়ে ১১টার দিকে মতলব উত্তরের কালিপুর চৌধুরী বাড়িতে মরহুমা মাকসুদা ফয়েজ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীর মিলাদ মাহফিলে যোগদান করবেন। দুপুর ২টার দিকে মতলব উত্তরের ষাটনল ইউনিয়নের প্রস্তাবিত পর্যটন কেন্দ্রের স্থান পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি।