যশোরের অভয়নগরে নওয়াপাড়া নদী বন্দরের শ্রমিকেরা গতকাল রোববার দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন। কর্মবিরতির কারণে বন্দরের সব ধরনের পণ্য ওঠানো–নামানো বন্ধ ছিল।
ফলে জাহাজ থেকে খালাস না হওয়ায় এখান থেকে সার ও কয়লাসহ বিভিন্ন খাদ্যপণ্য সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।
সম্প্রতি নৌযান শ্রমিকদের ওপর হামলা-নির্যাতনের অভিযোগে নৌযান শ্রমিকেরা গত শনিবার থেকে এই কর্মবিরতি পালন করে আসছেন।
জানা গেছে, এই বন্দর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকদের চাষাবাদের জন্য ৬০ শতাংশ সার সরবরাহ করা হয়ে থাকে।
এ ছাড়া আমদানি করা কয়লা, ভুট্টা, গম ও চালসহ বিভিন্ন খাদ্যশস্য সরবরাহ হয়ে থাকে এই বন্দর থেকে।
এ অবস্থা চলতে থাকলে সারের অভাবে কৃষকদের চাষাবাদ চরমভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ব্যবসায়ী নেতা ও আমদানিকারকেরা বলছেন, তুচ্ছ ঘটনা কেন্দ্র করে আলোচনার মাধ্যমে সমাধানে না এসে কর্মবিরতি ডাকা অগ্রহণযোগ্য।
দীর্ঘদিন থেকে একটি মহল নওয়াপাড়া নদীবন্দর নিয়ে চক্রান্ত করে আসছে। পাশাপাশি এই বন্দরকে অচল করে অন্যত্র নিয়ে যাওয়ার পাঁয়তারা করছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে এই কর্মবিরতি আমাদের কাছে মনে হয়েছে।
কর্মবিরতির বিষয়ে নওয়াপাড়া গ্রুপের বিপণন ও বিক্রয় বিভাগের প্রধান মিজানুর রহমান জনি বলেন, ‘ব্যবসা-বাণিজ্যের এই বন্দর অন্যত্র নিয়ে যাওয়ার জন্য চক্রান্ত চলছে।’
তিনি বলেন, ‘চাষের এই ভরা মৌসুমে কর্মবিরতির কারণে সার সরবরাহ বন্ধ থাকায় কৃষকেরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। অন্যদিকে ব্যবসা-বাণিজ্য মুখ থুবড়ে পড়ছে।’