নানা ধরনের ফুল। সুভাষ ছড়িয়েছে আশপাশ। লাল, হলুদ, সাদা-হরেক রকমের ফুল দিয়ে তৈরি করা বাংলাদেশের মানচিত্র। এই মানচিত্র ধরে আরও তিন কিলোমিটার এলাকায় উত্তোলন করা হয়েছে লাল-সবুজের জাতীয় পতাকা। গতকাল শনিবার ব্যতিক্রম এই আয়োজন ছিল কক্সবাজারের উখিয়া উপজেলার সোনারপাড়ায়।
কক্সবাজার শহর থেকে মেরিন ড্রাইভ সড়ক ধরে ২০ কিলোমিটার গেলেই উখিয়া উপজেলার সোনারপাড়া গ্রাম। সমুদ্রসৈকতের তীর ঘেঁষেই অবস্থিত এই গ্রাম। এই গ্রামের তরুণ সাইদুল ইসলাম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের তিন কিলোমিটার এলাকায় জাতীয় পতাকা উত্তোলন ও একটি মানচিত্র তৈরি করে দিবসটি উদ্যাপন করেছে। এই উদ্যোগ স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও মনোযোগ আকর্ষণ করেছে।
সাইদুল ইসলাম পেশায় একজন আর্টিস্ট, ডিজাইনার এবং পেইন্ট কনসালট্যান্ট। পেশাগত কাজের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সচেতনমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে জড়িত। ‘স্বাধীনতাকে শুধু শব্দে নয়, ধারণ করি মর্মে-ধর্মে এবং অস্তিত্বে’-এই স্লোগানে গতকাল সকাল ৯টা থেকে সাইদুল ইসলামের এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণির পেশার মানুষ, পর্যটক ও এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সাইদুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, ‘নতুন প্রজন্মের কেউ আমরা মহান মুক্তিযুদ্ধ দেখিনি। স্বাধীনতার ৫১ বছর পার করছি। পাঠ্যপুস্তক ও ইতিহাস থেকে যতটুকু পড়েছি বা জেনেছি তা মহান স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে আমরা ক্ষুদ্র জ্ঞান অর্জন করেছি। তাই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে এই ক্ষুদ্র প্রয়াস।’
সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মকবুল হোসেন সরকার বলেন, ‘মহান স্বাধীনতা দিবস উদ্যাপনে সাইদুলের ব্যতিক্রমধর্মী এ উদ্যোগ প্রশংসনীয়। তাঁর এই সৃজনশীল কাজকে উৎসাহিত করতে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী অংশ নিয়েছে।’