হোম > ছাপা সংস্করণ

হামলার ব্যতিক্রমী প্রতিবাদ শান্তির

পঞ্চগড় প্রতিনিধি

সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলার প্রতিবাদে আবারও মাঠে নেমেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাইফুল ইসলাম শান্তি। বুকে-পিঠে ও মাথায় বিভিন্ন স্লোগানের প্ল্যাকার্ড লাগিয়ে এবং হ্যান্ডমাইকে তিনি হামলার প্রতিবাদ জানিয়ে জেলা শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেড়িয়েছেন।

শান্তি দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের আমলাহার গ্রামের আব্দুল মজিদের ছেলে।

গতকাল শুক্রবার দুপুরে পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্কে দাঁড়িয়ে শান্তি হ্যান্ডমাইকে বলেন, ‘প্রিয় ভাই ও বোনেরা, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। বাংলাদেশ রবীন্দ্রনাথের দেশ, কাজী নজরুলের দেশ। বঙ্গবন্ধুর গড়া অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্মের মানুষ যুগ যুগ ধরে একসঙ্গে বসবাস করে আসছে। এ দেশে এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের শত্রু হতে পারে না।’

সাইফুল ইসলাম আরও বলেন, ‘সম্প্রতি আমাদের হিন্দু ভাইদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় উসকানি ও গুজব ছড়িয়ে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে সংখ্যালঘু ভাইদের বসতবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটানো হয়েছে, যা ন্যক্কারজনক।

আমি একজন মুসলিম হয়ে গভীর দুঃখ প্রকাশ করছি ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সেই সঙ্গে এ ধরনের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ও দোষীদের শাস্তি দাবি করছি।

এ সময় তিনি পুলিশি বাধার অভিযোগ এনে পঞ্চগড় প্রেসক্লাবের সামনের সড়কে হাতমাইক নিয়ে প্রচারণা চালান।

এর আগেও ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও পদ্মা সেতুর গুজবের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির জন্য প্ল্যাকার্ড হাতে নিয়ে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত হেঁটে পদযাত্রা করেন তিনি।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী সাইফুল ইসলাম শান্তির এমন ব্যতিক্রম প্রতিবাদ সবার কাছে প্রশংসিত হচ্ছে বলে সচেতন মহল মনে করে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ