কিংস ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস সৌদি আরবের দাহরানে অবস্থিত দেশটির অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। বিশ্বমানের বিজ্ঞানভিত্তিক বিষয়, ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট প্রোগ্রামের জন্য এর বিশেষ খ্যাতি রয়েছে। দেশি-বিদেশি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে পড়াশোনা ও গবেষণার কাজ সহজ করতে বিশ্ববিদ্যালয়টি প্রতিবছর স্কলারশিপ দিয়ে থাকে। এর আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা কোনো খরচ ছাড়াই মাস্টার্স, এমবিএ ও পিএইচডি ডিগ্রিতে পড়াশোনা করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বাস্তবিক জ্ঞান অর্জনের জন্য নানা ধরনের গবেষণামূলক প্রজেক্টের ব্যবস্থা করে থাকে। এখানে আপনি এমআইটি, ক্যালটেক, জর্জিয়াটেক, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখ, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের সঙ্গে পার্টনারশিপে নানা ধরনের রিসার্চ প্রজেক্টে গবেষণা করার সুযোগ পাবেন। এ ছাড়া শিক্ষার্থীদের বিশ্বের বৃহত্তম তেল ও পেট্রোলিয়াম কোম্পানি সৌদি এরামকো এবং সাবিকের সঙ্গে কোলাবরেশনে কাজ ও রিসার্চ করার সুযোগ দেওয়া হয়ে থাকে।
যেসব বিষয়ে পড়তে পারবেন মাস্টার্স:
তাত্ত্বিক পরিসংখ্যান; অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং; কম্পিউটার নেটওয়ার্ক এনভায়রনমেন্টাল সায়েন্স;
জিওফিজিকস; লাইফ সায়েন্স
টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং,
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং;
ম্যাটেরিয়াল সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং।
মাস্টার্স ও পিএইচডি: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং; কেমিস্ট্রি ; ফিজিকস;
কম্পিউটার ইঞ্জিনিয়ারিং; ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং;
জিওলজি; ইন্ডাস্ট্রিয়াল ও সিস্টেম ইঞ্জিনিয়ারিং; মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং; পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং; ম্যাথমেটিকাল সায়েন্স।
আবেদনের যোগ্যতা মাস্টার্স:
সুযোগ-সুবিধা
টিউশন ফি, ফ্রি অ্যাপ্লিকেশন, মাসিক হাতখরচ, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, ফ্রি টেক্স বুক, এয়ার টিকিট, খাবার, ব্যবস্থা, ফার্নিচার ও
এয়ারকন্ডিশনসহ বাসার ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ের খরচে বিভিন্ন প্রজেক্টে অংশগ্রহণ করার সুযোগ এবং বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টির জন্য রিসার্চ কাজ ও বই লেখার সুযোগ রয়েছে।
টিউশন ফি, মাসিক হাতখরচ, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবাসহ বিশ্ববিদ্যালয়ের খরচে বিভিন্ন প্রজেক্টে অংশগ্রহণ করার সুযোগ এবং বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টির জন্য রিসার্চ কাজ ও বই লেখার সুযোগ রয়েছে।
প্রয়োজনীয় কাগজপত্র
জাতীয় পরিচয়পত্র
আবেদনের প্রক্রিয়া
আবেদনের শেষ তারিখ ৪ সেপ্টেম্বর, ২০২২
অফিশিয়াল ওয়েবসাইট: http://www.kfupm.
edu.sa/deanships/dgs/Pages/en/Full-MS-PhD-
Scholarships-Opportunity.aspx
অনুবাদ: সাদিয়া আফরিন হীরা