রাজবাড়ীর বালিয়াকান্দিতে পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নির্মাণকাজ পরিদর্শন করেছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব ও ১০০ উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্পের পরিচালক ড. মো. সিরাজুল ইসলাম।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলায় নির্মাণাধীন পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নির্মাণকাজ পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মো. জামিউল আক্তার খন্দকার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী আকমল হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান।
সিরাজুল ইসলাম জানান, জানুয়ারিতে এ প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যে এখানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কয়েক দিনের মধ্যেই প্রধান শিক্ষক চলে আসবেন।