চৌদ্দগ্রামে এইচ জে সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে অনিয়ম, স্বজনপ্রীতির ও টাকা বিনিময়ে ছাত্র ভর্তির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে পৌর এলাকার রামরায় গ্রামের আবদুল্লাহ আল মামুন নামের এক শিক্ষার্থীর অভিভাবক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুপম সেনগুপ্তের বিরুদ্ধে কুমিল্লা জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছেন।
আবদুল্লাহ আল মামুন তাঁর অভিযোগে উল্লেখ করেন, অনলাইনে আবেদন করার নিয়ম থাকলেও রুপম সেন সরকারের নিয়ম-নীতির তোয়াক্কা না করে ৪ ধরনের ফরম বিক্রি করেন। এর মধ্যে দুই ধরনের ফরমে ক্রমিক নম্বর কম্পিউটারাইজড ও বাকি দুই ধরনের ফরমের ক্রমিক নম্বর হাতে লেখা ছিল। হাতের লেখা ক্রমিক নম্বরের ফরমে অনিয়ম করেন রুপম সেনগুপ্ত। অভিভাবকদের থেকে ২০ থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে চান্স না পাওয়া ছাত্রদের কৌশলে ভর্তি করান।
অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুপম সেনগুপ্ত বলেন, ‘বোর্ড থেকে অনলাইনের এখনো কোনো সফটওয়্যার না দেওয়ায় ফরমের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করাতে হচ্ছে। এতে কোনো অনিয়ম হয়নি। টাকা গ্রহণ করে অকৃতকার্য শিক্ষার্থীকে ভর্তি করার বিষয়ে তিনি বলেন-এ ধরনের অভিযোগ সত্য নয়’।
বিদ্যালয় পরিচালনা কমিটি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মনজুরুল হক বলেন, ‘মৌখিকভাবে এ ধরনের অভিযোগ পেয়ে তদন্ত করে কোনো সত্যতা পাইনি। কোনো অভিভাবক লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’