নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বেলা ৩টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে এ সভায় অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগ নেতা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ, সহসভাপতি আলী হাসান, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. ইউনুস আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম শেখ।