জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির নির্বাচন ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে সরব প্রার্থীরা। এবারও নীল দল থেকে দুটি প্যানেল দেওয়া হয়েছে। নির্বাচন ঘিরে দুই পক্ষই শিক্ষকদের কাছে ইশতেহার তুলে ধরছে।
গতকাল মঙ্গলবার দুই পক্ষ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ইশতেহার ঘোষণা করে। নির্বাচনে এক পক্ষে সভাপতি পদে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আবুল হোসেন ও সাধারণ সম্পাদক পদে রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান প্যানেল এবং অপর পক্ষে সভাপতি পদে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আশরাফুল আলম ও সাধারণ সম্পাদক পদে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন। প্রধান নির্বাচন কমিশনার ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সুরঞ্জন কুমার দাস বলেন, করোনার কারণে দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হতে হচ্ছে।