হারানোর দুই ঘণ্টার মধ্যে দুই মোবাইল ফোন উদ্ধার করেছে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা-পুলিশ। গত রোববার সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানায় মোবাইল ফোন দুটি প্রকৃত মালিকের হাতে বুঝিয়ে দেওয়া হয়।
থানার এসআই আমির হামজা বলেন, গত রোববার দুপুরে নগরীর গাঙ্গিনারপাড়ে কালিবাড়ি এলাকার অদিতি পাল নামে এক নারীর মোবাইল ফোন হারিয়ে যায়। তিনি তাৎক্ষণিক থানায় যোগাযোগ করলে তাঁকে সাধারণ ডায়েরি করার পরামর্শ দেয় পুলিশ। পরে অভিযান চালিয়ে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
অদিতি পাল বলেন, ‘মোবাইল ফোনটি হারানোর পর ভেবেছিলাম, কখনো হয়তো ফেরত পাব না। তবে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় ফেরত পেয়েছি।’
এদিকে সদর উপজেলার চর ঘাগড়া ইউনিয়নের গোপালনগর আলম মিয়ার একটি মোবাইল ফোন হারিয়ে গেলে থানায় সাধারণ ডায়েরি করেন। এর কয়েক ঘণ্টার মধ্যে ওই মোবাইল ফোনটিও উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ‘একটি মোবাইল ফোন হারানোর পর খুঁজে পাওয়া খুব কঠিন কাজ। সেই কঠিন কাজটিই বারবার করে দেখাচ্ছেন এসআই আমির হামজা।’