রাজারবাগ দরবার শরীফকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ওলামা পীর মাশায়েখ ঐক্য পরিষদ। একই সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিবেদনকে ‘পক্ষপাতদুষ্ট’ এবং সিআইডির তদন্ত প্রতিবেদন ‘মিথ্যা’ আখ্যা দিয়েছে সংগঠনটি।
গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন করে এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে সংগঠনটি।
বাংলাদেশ ওলামা পীর মাশায়েখ ঐক্যজোটের সভাপতি মুফতি আব্দুল হালিম সিরাজী বলেন, ‘জামায়াত শিবির চক্র বিভিন্ন টিভি চ্যানেল ও পত্রিকাতে এজেন্ডাভিত্তিক কাজ করে যাচ্ছে। মিডিয়ায় অনুপ্রবেশ করা এসব জামাতী রিপোর্টারই রাজারবাগ শরীফ সম্পর্কে অব্যাহত মিডিয়া ক্যু চালিয়ে যাচ্ছে। ৭ হাজার একর জমি দখল, জমি দখলের জন্য মিথ্যা মামলা, মামলাবাজ সিন্ডিকেট এগুলো সবই জামাতী মদদপুষ্ট হলুদ সাংবাদিকতা।’
কাঞ্চনপুর দরবারের হাফেজ আব্দুল জলীল বলেন, ‘রাজারবাগ পীরকে নিয়ে মিথ্যা তথ্য দিয়েছে সিআইডি।’