ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দুই মাস বন্ধ থাকার পর ভারত থেকে গম এসে পৌঁছেছে। আমদানি করা গম খালাস শুরু করেছে আমদানিকারক প্রতিষ্ঠান। গতকাল মঙ্গলবার দুপুর ৩টা থেকে খালাস কার্যক্রম শুরু হয়।
আখাউড়া স্থলবন্দর সূত্রে জানা গেছে, দুই মাস বন্ধ থাকার পর গত রোববার বিকেলে ৪৭টি ট্রাকে করে ১ হাজার টন গম এসে পৌঁছায় আখাউড়া স্থলবন্দরে। প্রতি টন ৩৫৫ মার্কিন ডলারে গমগুলো আমদানি করেছ টাঙ্গাইলের শারদা ট্রেডার্স।
টাঙ্গাইলের শারদা ট্রেডার্সের প্রতিনিধি তারাপদ দাস বলেন, বন্দর কর্তৃপক্ষের পাওনা মিটিয়ে খালাস করা গম কুমিল্লা, সিলেট ও ফেনীতে পাঠানো হচ্ছে। তাঁদের প্রতিষ্ঠান ২ হাজার ৫০০ টন গমের এলসি খুলেছিল। বাকি চালান আগামীকালের মধ্যেই বন্দরে এসে পৌঁছাবে।
গত ১২ মে গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। ফলে নতুন করে গম আমদানির জন্য আর এলসি খুলতে পারেননি ব্যবসায়ীরা। নিষেধাজ্ঞা জারির আগে ১৪ হাজার টনেরও বেশি গম আমদানির জন্য এলসির খোলা হয়। সেই গমও আটকা পড়ে বন্যার কারণে ত্রিপুরার সঙ্গে অন্য রাজ্যগুলোর সড়ক ও রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ায়। এরপর গত রোববার বিকেলে আবার গম এসে পৌঁছায় আখাউড়া স্থলবন্দরে।