বগুড়ার ধুনট পৌর এলাকায় ৮১০ মিটার দৈর্ঘ্যের সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে। ধুনট পৌরসভার মেয়র এ জি এম বাদশাহ গতকাল সোমবার সরকারপাড়া মন্দির এলাকায় কাজের উদ্বোধন করেন।
গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে সড়কটির কাজে ব্যয় ধরা হয়েছে ৩৮ লাখ ৪২ হাজার টাকা। সড়কটি ধুনট-গোসাইবাড়ী সড়ক থেকে জিঞ্জিরতলা ঈদগাহ হয়ে সরকারপাড়ায় ইছামতি নদীর ঘাটে গিয়ে শেষ হয়েছে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ছিলেন ধুনট পৌরসভার উপসহকারী প্রকৌশলী সাজেদি হক, কাউন্সিলর বাবুল আখতার, রঞ্জু মল্লিক, আপাল শেখ, ফরহাদ হোসেন, আলী আজগর মান্নান, শিউলী আকতার প্রমুখ।