আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তারাকান্দার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। গতকাল মঙ্গলবার দুপুরে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
মনোনয়নপ্রাপ্তরা হলেন তারাকান্দা ইউপিতে মো. খাদেমুল আলম শিশির, বানিহালায় মো. আলতাব হোসেন খন্দকার, কাকনীতে মশিউর রহমান রিপন, গালাগাঁওয়ে মো. আব্দুর রহমান তালুকদার, বালিখাঁয়ে মো. শামছুল ইসলাম, ঢাকুয়ায় এনায়েত কবির, রামপুরে আজিজুর রহমান, কামারিয়ায় এ. কে. এম আজাহারুল ইসলাম, কামারগাঁওয়ে মো. রফিকুল ইসলাম ও বিসকায় মো. আব্দুছ ছালাম মন্ডল।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী মনোনয়নের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দলের সিদ্ধান্তই চূড়ান্ত। দল যাকে প্রার্থী হিসেবে বিবেচনা করছে, তাঁদের মনোনয়ন দিয়েছে। আমরা এখন তাঁদের পক্ষেই নির্বাচনী কাজ চালিয়ে যাব।’