জেলা পরিষদ, সিলেট-ইনোভেটর বই পড়া উৎসব গতকাল মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে। বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই উৎসবের উদ্বোধন করা হয়।
রবীন্দ্র সংগীত শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী প্রতীক এন্দ টনি এবং ইনোভেটরের সমন্বয়ক আশরাফুল ইসলাম অনির পরিচালনায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় উৎসব।
উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ, আর টি এম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির, বীর মুক্তিযোদ্ধা যাদব কেউট ও সামচান চাষা। সভাপতিত্ব করেন ইনোভেটরের মুখ্য সঞ্চালক রেজওয়ান আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইনোভেটরের নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনোভেটরের যুগ্ম সমন্বয়ক ঈশিতা ঘোষ চৌধুরী এবং সদস্য সৈয়দা আছিয়া খাতুন।