জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্থতা কামনায় বাগেরহাটে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে বাগেরহাট শহরের সম্মিলনী মোড়ে জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল হয়। বাগেরহাট পৌর, সদর ও কচুয়া উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠন এর আয়োজন করে।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট আছাদুজ্জামান, শাহেদ আলী রবি, মনিরুজ্জামান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিদা আক্তার, জেলা কৃষক দলের আহ্বায়ক আসাফুদ্দৌলা জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত প্রমুখ।