হোম > ছাপা সংস্করণ

নিষেধ না মেনে সরকারি জমিতে দোতালা ভবন

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সহকারী কমিশনার (ভূমি) ও ভূমি অফিসের নিষেধ না মেনে রাতের আঁধারে কালীগঞ্জ উপজেলা পরিষদ থেকে ৩০০ গজ দূরে নাজিমগঞ্জ বাজারে সরকারি জায়গায় পাকা দ্বিতল ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

গত ৪ দিন ধরে নাজিমগঞ্জ বাজারে ইগল সম্রাট সুজ স্টোরের মালিক বসন্তপুর গ্রামের আব্দুল কাদের এ ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ রয়েছে।

গতকাল বুধবার বেলা ১০টার দিকে সরেজমিনে গেলে দেখা যায়, দোতলায় হার্ডবোর্ড দিয়ে ঘিরে ভেতরে কাজ চলছে।

স্থানীয় দোকানদার শহিদুল ইসলাম, শাহজাহান, পরিতোষসহ একাধিক ব্যক্তি জানান, উপজেলা পরিষদের কাছেই একটি দোতলা ভবন উঠেছে। কর্মকর্তাদের অনেকেই এ রাস্তা দিয়ে চলাচল করেন। তাঁদের কারও চোখে সরকারি জায়গায় ভবন নির্মাণের বিষয়টি ধরা পড়ল না?

এ ব্যাপারে আব্দুল কাদেরের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি অনেক সাংবাদিককে মোটা অঙ্কের টাকা দিয়েছি। আপনারা কেন আসছেন।’ সরকারি জায়গায় ঘর নির্মাণের কোনো বৈধ অনুমতি বা ইজারা আছে কিনা জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

সরকারি জায়গায় ঘর নির্মাণের ব্যাপারে বসন্তপুর ভূমি অফিসের তহসিলদার শর্মিষ্ঠা সরকারের কাছে জানতে চাইলে বলেন , ‘আমি তাকে নিষেধ করা সত্ত্বেও কীভাবে কাজ করছেন।’

ঘটনার সত্যতা জানার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, ‘বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে বলেছেন। আমি আব্দুল কাদেরকে নিষেধ করা সত্ত্বেও তিনি কীভাবে কাজ করছেন বিষয়টা আমি আইনগতভাবে দেখছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ