বছরের সবচেয়ে আলোচিত বিষয় ছিল হলিউডের চিত্রনাট্যকার ও শিল্পীদের ধর্মঘটের ডাক। বেতন বাড়ানোসহ বেশ কিছু দাবি নিয়ে এ আন্দোলন শুরু করেন লেখকেরা। পরে তাঁদের সঙ্গে যোগ দেন অভিনয়শিল্পীরা। শিল্পী ও লেখকদের ধর্মঘটে স্থবির হয়ে পড়ে হলিউড। ৬৩ বছর পর এমন অচলাবস্থা তৈরি হয় হলিউডে। এর জেরে জৌলুশহীন হয়ে পড়ে চলচ্চিত্র উৎসব, পিছিয়ে যায় বড় বাজেটের সিনেমাগুলোর মুক্তি। ১৪৮ দিন পর সেপ্টেম্বরের শেষ দিকে ধর্মঘট শেষ হয়।
ইসরায়েল-ফিলিস্তিনের যুদ্ধের প্রভাব পড়ে হলিউডে। ইসরায়েলিদের সমর্থন দিয়ে গ্যাল গ্যাদত, জেমি লি কার্টিস, এমি স্কামবারসহ কয়েকজন অভিনয়শিল্পী বিবৃতি দেন, অন্যদিকে ফিলিস্তিনের পক্ষেও শিল্পীরা ছিলেন সরব। কেট ব্ল্যানচেট, জোয়াকিন ফিনিক্স, রমি ইউসেফ, অ্যান্ড্রু গারফিল্ডের মতো বিখ্যাত তারকা যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে চিঠি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বরাবর।
২০১৪ সালের জুনে মুক্তি পায় দুজন প্লাস্টিক সার্জনের গল্প নিয়ে তৈরি সিরিজ ‘বোচড’। সে সময় সিরিজটি জনপ্রিয় হয়নি। মুক্তির ৯ বছর পর চলতি বছর ব্যাপক জনপ্রিয় হয় সিরিজটি। নেটফ্লিক্সে শীর্ষ ৫-এ জায়গা করে নেয় ‘বোচড’।
৭৬তম কান উৎসবে ‘অ্যানাটমি অব আ ফল’ সিনেমার জন্য স্বর্ণপাম বা পামদর পেয়েছেন ফ্রান্সের নির্মাতা জাস্টিন ত্রিয়েত। কান উৎসবে তৃতীয় নারী নির্মাতা হিসেবে পামদর জেতেন ত্রিয়েত।
চার বছরের দাম্পত্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন জো জোনাস ও সোফি টার্নার। বিচ্ছেদের খবর প্রকাশের কিছুদিন পরে সন্তানদের অভিভাবকত্ব নিয়ে জোয়ের বিরুদ্ধে মামলা করেন অভিনেত্রী।
টেলর সুইফটের ইরাস ট্যুর নিয়ে তৈরি হয়েছে ডকুমেন্টারি সিনেমা। ‘ইরাস ট্যুর কনসার্ট ফিল্ম’ নামের সিনেমাটি ১৩ অক্টোবর মুক্তি পেয়ে সারা বিশ্বে ঝড় তোলে।