হোম > ছাপা সংস্করণ

আত্মসমর্পণ করে জামিন পেলেন ২ পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দিয়ে শিশুকে জেলহাজতে পাঠানোর ঘটনায় করা মামলায় সেই দুই পুলিশ কর্মকর্তাকে  জামিন দিয়েছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম জুয়েল দেব তাঁদের জামিন মঞ্জুর করেন।

অভিযুক্তরা হলেন পতেঙ্গা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) ও বর্তমানে শিল্প পুলিশে কর্মরত আনোয়ার হোসেন এবং পতেঙ্গা থানার এসআই সুবীর পাল। এর আগে আদালতে অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। পরে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।

১৩ সেপ্টেম্বর শিশু আদালত এবং নারী ও শিশু ট্রাইব্যুনাল-৭-এর বিচারক ফেরদৌস আরা বাদী হয়ে ফৌজদারি কার্যবিধির ১৯৫ (১) বি, ২০০ (এএ) এবং ৪৭৬ ধারায় ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা করেন। চট্টগ্রাম মহানগর হাকিমের আদালতে করা এই মামলায় তাঁদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্বর্ণ চোরাচালানের মিথ্যা মামলা দিয়ে শিশুকে জেলহাজতে পাঠানো, মিথ্যা প্রতিবেদন দাখিল ও সাক্ষ্য উপস্থাপনের অভিযোগ আনা হয়। ওই দিনই মামলাটি গ্রহণ করে আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২১ এপ্রিল শুল্ক ফাঁকি দিয়ে দুটি সোনার বার পাচারের অভিযোগে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার বাটারফ্লাই পার্ক থেকে এক শিশুকে গ্রেপ্তার করে পতেঙ্গা থানা-পুলিশ।

ঘটনার পরদিন ওই শিশুর বিরুদ্ধে আনোয়ার হোসেন বাদী হয়ে সোনার বার পাচারের অপরাধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। মামলাটির তদন্তের দায়িত্ব পান সুবীর পাল। তদন্ত শেষে শিশু নাজমুলকে অভিযুক্ত করে একই বছরের ৩ অক্টোবর আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ