নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর মাধবদীতে ৪ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি রহিম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে সদর থানার ঘোড়াদিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া রহিম মিয়া মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের বাসিন্দা।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সৈয়দুজ্জামান জানান, রহিমের বিরুদ্ধে নরসিংদীর আদালতে মোট ৪টি সিআর মামলা রয়েছে। এর মধ্যে ২টি মামলায় তিনি সাজাপ্রাপ্ত ও আরও দুটি মামলা চলমান। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।