পিরোজপুরের নাজিরপুরে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার মুগারঝোর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈঠাকাটা–নাজিরপুর সড়কে ওই মানববন্ধন করে।
ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনে বক্তব্য দেয় ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বলে, ব্যক্তিগত বিরোধের জের ধরে তাদের সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওই অভিযোগ আনা হয়েছে। গত ১৬ অক্টোবর স্থানীয় বৈঠাকাটা পুলিশ তদন্ত কেন্দ্রে দায়ের হওয়া ওই অভিযোগটি ভিত্তিহীন বলে দাবি করে বক্তারা।
ইউপি চেয়ারম্যান হাসানাত ডালিম জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের অর্থে তৈরি মসজিদের রাস্তার ইট চুরির অভিযোগ দেওয়া হয়েছে। আসলে ওই রাস্তায় পরিষদের পক্ষ থেকে কোনো ইট দেওয়া হয়নি।