হোম > ছাপা সংস্করণ

কাব স্কাউট নেতাদের প্রশিক্ষণ

হোমনা প্রতিনিধি

হোমনায় কাব স্কাউট শাখা নেতাদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান হয়েছে। গত শনিবার হোমনা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান হয়।

এতে উপজেলার স্কাউট সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে সভাপতিত্ব করেন। উপজেলা স্কাউটস সম্পাদক মো. লুৎফর রহমান ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম।

উপজেলার চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন করে শিক্ষক ও হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমানসহ ৪২ জন এ কোর্সে অংশ নেন। অনুষ্ঠানে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সভাপতি ও ইউএনও রুমন দে বলেন, ‘এ কোর্সের উদ্দেশ্য হলো প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্কাউট সদস্যদের শিক্ষা ও সেবার মান বৃদ্ধি করা। তাই আমরা যারা এ কোর্সে অংশ নিয়েছি, সবাই যেন নিজ নিজ প্রতিষ্ঠানে সেটি কাজে লাগাই।’

হোমনা উপজেলা কাব স্কাউটসের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মো. নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জালাল উদ্দিন প্রমুখ।

কোর্সের প্রশিক্ষকদের মধ্যে ছিলেন স্কাউট কমিশনার মো. মারুফ আবদুল কাইয়ুম, স্কাউটস কোর্স লিডার মো. আমির হোসেন প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ