নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়ন (ইউপি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি চেয়ারম্যান হয়েছেন আবুল বরকত রবিন। গতকাল মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গোতাশিয়া ইউপিতে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. মতিউর রহমান, স্বতন্ত্র প্রার্থী আবুল বরকত রবিন এবং ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের মো. শাহাবুদ্দিন ছিলেন। গত ২৯ নভেম্বর প্রার্থিতা যাচাই-বাছাই শেষে আয়করের তথ্য গোপন করায় মতিউর রহমানের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে প্রার্থিতা ফিরে পেতে নরসিংদী জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আপিল আবেদন করেন মতিউর রহমান। গত রোববার বিকেলে আপিল শুনানি শেষে তার আবেদন না মঞ্জুর করা হয়। এ দিকে গত সোমবার ইসলামী আন্দোলনের প্রার্থী মো. শাহাবুদ্দিন তাঁর মনোনয়ন প্রত্যাহার করায় আবুল বরকত রবিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এ নিয়ে জানতে মোবাইল ফোনে নৌকা প্রতীকের প্রার্থী মতিউর রহমানকে একাধিকবার কল করা হয়। কিন্তু ফোন না ধরায় তাঁর কোনো মন্তব্য জানা যায়নি।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল আনোয়ার বলেন, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) বিধিমালা, ২০১০ এর বিধি ২১ অনুযায়ী মো. আবুল বরকতকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় গোতাশিয়া ইউপির চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে।