আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সবচেয়ে জনপ্রিয় স্থান হচ্ছে যুক্তরাজ্য। প্রায় ১৩০টির মতো নিবন্ধিত উচ্চশিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে দেশটিতে। যুক্তরাজ্যে ২০০টি দেশ থেকে প্রতিবছর প্রায়
লক্ষাধিক শিক্ষার্থী পড়তে আসেন। প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা বৃত্তি দিয়ে থাকে।
তেমনই স্নাতকোত্তরে একটি সম্মানজনক স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব আর্টস লন্ডন (ইউএএল)। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপ নিয়ে অধ্যয়ন করতে পারবেন। ‘ইউএএল ইন্টারন্যাশনাল পোস্টগ্র্যাজুয়েট স্কলারশিপ অ্যান্ড একোমোডেশন অ্যাওয়ার্ড’-এর আওতায় শিক্ষার্থীদের পড়াশোনার সম্পূর্ণ খরচ বহন করা হবে। স্নাতকোত্তরের মেয়াদ ১ থেকে ২ বছর। এ ছাড়া উপবৃত্তি হিসেবে মোট ৫০ হাজার পাউন্ড প্রদান করা হবে।
ইউনিভার্সিটি অব আর্টস লন্ডন যুক্তরাজ্যে রাজধানী লন্ডনে অবস্থিত এক কলেজিয়েট বিশ্ববিদ্যালয়। ২০০৩ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে শিল্পকলা, ডিজাইন, ফ্যাশন ও পারফরমিং আর্টের ওপর বিশেষ জোর দেওয়া হয়। কারণ এর অধীন ছয়টি আর্ট কলেজ রয়েছে। কলেজগুলো হলো ক্যাম্বারওয়েল কলেজ অব আর্টস, সেন্ট্রাল সেন্ট মার্টিন্স, চেলসি কলেজ অব আর্টস, লন্ডন কলেজ অব কমিউনিকেশন, লন্ডন কলেজ অব ফ্যাশন ও উইম্বলডন কলেজ অব আর্টস।
যেসব বিষয়ে অধ্যয়ন করা যাবে
সুযোগ-সুবিধা
প্রয়োজনীয় কাগজপত্র
ওয়েবসাইট
postgraduate-50,000-scholarships
আবেদনের শেষ সময়
১৩ জুন, ২০২২